News:

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এর গুরুত্ব ও শক্তি অপরিমেয়। শিক্ষার কাছে সব শক্তিই অসহায়। তাই “অসির চেয়ে মসির শক্তি বেশি” বলা হয়। শিক্ষা মানুষের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষার গুণেই মানুষ সব সৃষ্টিরও শ্রেষ্ঠ। মানবসভ্যতা ও উন্নয়নের চাবকাঠিও শিক্ষা। দৈহিক উন্নতি ও মানসিক প্রশান্তির জন্যেও শিক্ষার প্রয়োজন। তাই শিক্ষার্জন প্রত্যেক নাগরিকের অধিকার ও কর্তব্য। দেশ-জাতিকে গড়ে তোলাই সকল শিক্ষার মূল উদ্দেশ্য। সমাজ ও রাষ্ট্রের উন্নযন  এবং উন্নতজীবন গড়ার লক্ষ্যে সুশিক্ষার প্রয়োজন। তাই শিক্ষা হতে হবে সুশিক্ষা; যে শিক্ষা জীবনঘনিষ্ট, কল্যাণধর্মী, উৎপাদনমুখী, যুগোপযোগী, মনুষ্যত্ব বিকাশধর্মী, বিশ্বাস ও ঐতিহ্যমণ্ডিত। মানবিক মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ ও মনুষ্যত্ব বিকাশের জন্য এবং বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য সুশিক্ষা অতীব প্রয়োজন।......................................